পিচ উঠে গেল ৫ দিনেই

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি রাস্তা নির্মাণের পাঁচ দিনের মাথায় ভাঙতে শুরু করেছে।

লালমনিরহাট প্রতিনিধিআনিছুর রহমান লাডলা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 04:19 AM
Updated : 24 July 2017, 03:05 PM

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আদিতমারী উপজেলা প্রকৌশলী ফজলুল হক জানান, কমলাবাড়ি ইউনিয়নের বামনের বাসা থেকে খালেক মোকতারের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার দৈর্ঘ্যের এ রাস্তাটি পাকা করার কাজ শেষ হয় গত বুধবার।

সরেজমিনে দেখা গেছে, রাস্তার বিভিন্ন জায়গায় পিচ মেশানো খোয়া উঠে গেছে।

এলাকাবাসী বলছে, পিচের বদলে এখানে পোড়া মবিল দিয়ে কাজ করা হয়েছে।

কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম বলেন, প্রথম থেকেই স্থানীয়রা কাজের মান নিয়ে প্রশ্ন তুললেও কর্তৃপক্ষ সেদিকে কর্ণপাত করেনি।

“নির্মাণ শেষের পাঁচ দিনের মাথায় তার ফল দেখা যাচ্ছে।”

কাজটি ৫৮ লাখ টাকায় করা হয়েছে জানিয়ে প্রকৌশলী ফজলুল হক বলেন, “কাজের মান একটু খারাপ হয়েছে। ঠিকঠাক করে দিবেন ঠিকাদার।”

লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএম জাকিউল রহমান ‘বিটুমিনের পরিমাণ কম হওয়ায় এ ঘটনা ঘটেছে’ বলে জানিয়েছেন।

তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঠিকাদার সহিদুল ইসলামের সঙ্গে দেখা করলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।