আলোচনার পর ‘বকেয়া ভাড়া’ পরিশোধ সেই বিচারকের

ইউএনও গাজী তারিক সালমনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া নিয়ে আলোচিত বরিশালের বিচারক মো. আলী হোসেন সার্কিট হাউজের বকেয়া ভাড়ার সমান অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 03:43 PM
Updated : 23 July 2017, 03:58 PM

রোববার দুপুরে ট্রেজারি চালানের মাধ্যমে সোনালী ব্যাংকের বরিশাল কর্পোরেট শাখায় তিনি ৯৩ হাজার ৯৫০ টাকা জমা দেন বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির ওই শাখার এজিএম জাহাঙ্গীর আলম।

বকেয়া ভাড়ার পরিমাণ একই হলেও এখন পর্যন্ত ভাড়া পরিশোধের কোনো রশিদ বুঝে পাননি বলে জানিয়েছেন সার্কিট হাউজের দায়িত্বে থাকা কর্মকর্তারা।  

জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক মহোদয়রা নিজেরা ব্যাংকে এসে টাকা জমা দেন না। তারা লোক দিয়ে টাকা জমা দেন। আজ (রোববার) দুপুরে ৯৩ হাজার ৯৫০ টাকা ব্যাংকে জমা হয়েছে।”

তবে তিনি একই সঙ্গে বলেন, “এ টাকা সার্কিট হাউজের বকেয়া ভাড়া বাবদ জমা দেওয়া হয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

 

মুখ্য বিচারিক হাকিম আলী হোসেনের আট মাস দুই দিন সার্কিট হাউজ ব্যবহারের ভাড়া যে ৯৩ হাজার ৯৫০ টাকাই ছিল, তা গত বছর তাকে পাঠানো নেজারত ডেপুটি কালেক্টর কল্যাণ চৌধুরীর চিঠিতে দেখা যায়।

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে ইউএনও তারিককে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া নিয়ে আলোচনার মধ্যে সম্প্রতি ওই চিঠিটি প্রকাশ পেয়েছিল।

বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান জানান, সার্কিট হাউজের ভাড়া পরিশোধের একটা নিয়ম রয়েছে। ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে তার রশিদ সার্কিট হাউজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়।

“তবে এ ধরনের কোনো রশিদ পাওয়া যায়নি।”

সার্কিট হাউজের দায়িত্বে থাকা নাজির মামুনুর রশিদ জানান, তিনি শুনেছেন বিচারক আলী হোসেন ব্যাংকের মাধ্যমে বকেয়া ভাড়া পরিশোধ করেছেন। তবে এ সংক্রান্ত কোনো রশিদ পাননি।

এ বিষয়ে জানতে বিচারক আলী হোসেনকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।