দিনাজপুর বোর্ডে পাসের হার কমে ৬৫.৪৪%

এইচএসসি পরীক্ষায় এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারের সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 01:31 PM
Updated : 23 July 2017, 01:31 PM

এ বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার এক লাখ ৫ হাজার ৪০০ শিক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে  ৬৫ দশমিক ৪৪ শতাংশ পাস করেছে।

গতবছর এ বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৬৪ শতাংশ, তার আগের বছর ছিল ৭০ দশমিক ৪৩ শতাংশ।

আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের ৩ হাজার ৮৯৯ জন থেকে কমে এবার ২ হাজার ৯৮৭ জন হয়েছে।

উচ্চ মাধ্যমিকে সব বোর্ড মিলিয়ে ৬৮ দশমিক ৯১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবার, জিপিএ-৫ পেয়েছে মোট ৩৭ হাজার ৯৬৯ জন।

রোববার ফল ঘোষণার পর দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৃজনশীল প্রশ্ন পদ্ধতির কারণে এবার গণিত ও মনোবিজ্ঞানে ফল খারাপ হয়েছে। ফল বিপর্যয়ের পেছনে এটি একটি কারণ।

এই শিক্ষা বোর্ডে একজন পরীক্ষার্থীও পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের আটটি থেকে বেড়ে এবার ১৬টি হয়েছে। আর শতভাগ শিক্ষার্থী পাস করেছে- এমন  কলেজের সংখ্যা গতবছরের মতই ১১টি রয়েছে।

দিনাজপুর বোর্ডে পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা এগিয়ে। ছাত্রীদের পাসের হার যেখানে ৬৮ দশমিক ৩৯ শতাংশ, সেখানে ছাত্ররা পাস করেছে ৬২ দশমিক ৮১ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৭৯১ জন ছাত্র এবং ১ হাজার ১৯৬ জন ছাত্রী।