যশোর বোর্ডে জিপিএ-৫ কমে অর্ধেক

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গতবারের দেশসেরা যশোর বোর্ডে এবার পাশের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 01:08 PM
Updated : 23 July 2017, 01:08 PM

এ বছর এ বোর্ড থেকে ৭০ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী এইচএসি পাস করেছে, যেখানে গতবছর পাসের হার ছিল ৮৩ দশমিক ৪২ শতাংশ।

এবার যশোর বোর্ড থেকে দুই হাজার ৪৪৭ জন জিপিএ ৫ পেয়েছে, যে সংখ্যা গতবছর ছিল চার হাজার ৫৮৬।

অর্থাৎ, এ বোর্ডে জিপিএ ৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

সব বোর্ড মিলিয়ে উচ্চ মাধ্যমিকে এবার ৬৮ দশমিক ৯১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে মোট ৩৭ হাজার ৯৬৯ জন।

যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র রোববার

যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, গতবছর এ বোর্ডে প্রায় ৪০ হাজার অনিয়মিত পরীক্ষার্থী ছিল।

“তাদের অধিকাংশই এক বিষয়ে পরীক্ষা দিয়ে পাস করে। আর তাতে বোর্ডের সার্বিক ফলাফলে ইতিবাচক প্রভাব পড়ে। কিন্তু এবার অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম।”

জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমার কারণ জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবার পদার্থবিদ্যা, ইংরেজি, গণিত, জীববিজ্ঞান, মনোবিজ্ঞানে শিক্ষার্থীরা খারাপ করেছে।

“বেশিরভাগ শিক্ষার্থী এসব বিষয়ের কোনো একটিতে খারাপ করেছে। ফলে অনেকেই জিপিএ-৫ এ পৌঁছাতে পারেনি।”

মাধবচন্দ্র রুদ্র বলেন, চলতি বছর যশোর বোর্ডের অধীনে দশ জেলার ৫৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে মেহেরপুরের মড়কা জাগরণ কলেজ, মাগুরার বীরেণ শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও দক্ষিণ নোয়াপাড়া সম্মিলনী কলেজ এবং ঝিনাইদহের ডিজিপিএল মডেল কলেজের কেউ পাস করতে পারেনি।

বোর্ডের কলেজ পরিদর্শক অমলকুমার বিশ্বাস বলেন, “গত বছর যেসব শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট এমন ছিল, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সেগুলোর পাঠদানের অনুমতি বন্ধ রয়েছে। এবারো নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”