নাফ নদীতে নৌকা ডুবে ২ জেলে নিখোঁজ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 12:14 PM
Updated : 23 July 2017, 12:15 PM

রোববার বিকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীরদ্বীপ জেটি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোস্টগার্ড শাহপরীরদ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ কবির।

নিখোঁজরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝির পাড়ার হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ রফিক (২১) ও মোহাম্মদ ওসমান (২২)।

নৌকার মালিক নুরুল আমিন বলেন, রোববার সকালে তার নৌকাটি নিয়ে তিন জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। তারা শাহপরীরদ্বীপ জেটি ঘাট থেকে ১২ কিলোমিটার দূরে নাফ নদীতে জাল ফেলেন।

“বেলা ৩টার দিকে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে তিন জেলে নিখোঁজ হয়। পরে কোস্টগার্ডের টহল দলমোহাম্মদ আয়ুব নামের এক জেলেকে উদ্ধার করে।”

কোস্টগার্ড কর্মকর্তা কবির বলেন, ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির খবর পেয়ে কোস্টগার্ডের দল মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করেছে। এখন পর্যন্ত দুই জেলে নিখোঁজ রয়েছেন।

কোস্টগার্ডের সদস্যরা তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।