ঝিনাইদহে হোমিও চিকিৎসক হত্যায় ব্যবহৃত ছোরা ও মোটরসাইকেল উদ্ধার

ঝিনাইদহে ধর্মান্তরিত হোমিও চিকিৎসক খাজা ছমির উদ্দিন হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 12:03 PM
Updated : 23 July 2017, 12:04 PM

রোববার সকালে সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামের একটি পুকুর থেকে ছোরা ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয় বলে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান।

তিনি জানান, ২০১৬ সালের ৭ জানুয়ারি দুপুরে সদর উপজেলার বেলেখাল বাজারে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হোমিও চিকিৎসক খাজা ছমির উদ্দিনকে নিজ চেম্বারে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

“হত্যাকাণ্ড শেষে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় ডেফলবাড়িয়া গ্রামের একটি পুকুরে মোটরসাইকেল ও ছোরা ফেলে যায়।”

এ ঘটনায় নিহতের ছেলে মনির উদ্দিন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।

ওসি বলেন, পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যা মামলায় গ্রেপ্তার শিবির নেতা এনামুল হক শনিবার পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে ছমির উদ্দিন হত্যায় জড়িত থাকার কথাও স্বীকার করেন। পরে তার দেখিয়ে দেওয়া স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।