ওসমানী বিমানবন্দরে সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে তিন কেজি ওজনের সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 03:21 AM
Updated : 23 July 2017, 03:21 AM

সিলেট শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ জানান, রোববার সকালে উড়োজাহাজের লাগেজ হোল্ডে ওই সোনা পাওয়া যায়।

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশে বিমানের ফ্লাইট বিজি-০১২৮ সিলেট হয়ে ঢাকা যাচ্ছিল।

সকাল সাড়ে ৬টায় উড়োজাহাজটি ওসমানীতে নামার পর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমানে তল্লাশি চালিয়ে টেপ মোড়ানো ৩০টি সোনার বিস্কুট পান।

উদ্ধার সোনার বিস্কুটগুলোর মোট ওজন সাড়ে তিন কেজি; দাম প্রায় পৌনে দুই কোটি টাকা বলে প্রভাত কুমার সিংহ জানান।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি শুল্ক গোয়েন্দারা।