বাবা-মেয়ের আত্মহত্যা: আরও এক আসামি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে বাবা-মেয়ে আত্মহত্যায় দায়ের করা প্ররোচনা মামলার আরও আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2017, 02:25 PM
Updated : 22 July 2017, 02:25 PM

শ্রীপুর থানার এসআই শহিদুল হক মোল্লা জানান, শনিবার নরসিংদীর শিবপুরের কানাউটা গ্রামের একটি বাড়ি থেকে ফাইজুদ্দিনকে (৫০) গ্রেপ্তার করা হয়।

ফাইজুদ্দিন শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের কর্ণপুর (সীটপাড়া) গ্রামের হাছেন মিস্ত্রির ছেলে।

বসত ঘর দখলের চেষ্টা এবং মেয়েকে নির্যাতনের ঘটনার পর কর্ণপুর ভিটিপাড়া গ্রামের হযরত আলী ও তার আট বছরের মেয়ে আয়শা গত ২৯ এপ্রিল সকালে শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন।

পরদিন নিহতের স্ত্রী হালিমা বেগম বসত ঘর দখল ও মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্রীপুরের গোসিঙ্গা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেনসহ সাত জনের বিরুদ্ধে কমলাপুর থানায় মামলা করেন।

আত্মহত্যার প্ররোচনার মামলায় এ নিয়ে আবুলসহ চারজনকে গ্রেপ্তার করা হলো।

এসআই শহিদুল বলেন, গোপন সংবাদের সকালে শিবপুরের কানাউটা গ্রামের হানিফ মিয়ার বাড়িতে অভিযান যায় পুলিশ। সেখান থেকে ফাইজুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর থেকে ফাইজুদ্দিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানান তিনি।