গাজীপুরে ভূমি দখল চেষ্টার অভিযোগ

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে জাল দলিলে ভূমি আত্মসাতের অভিযোগ উঠেছে।  

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2017, 12:24 PM
Updated : 22 July 2017, 12:24 PM

শনিবার দুপুরে গাজীপুর সিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে স্থানীয় বাচ্চু মিয়া ও আবু তাহের মিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ তুলে ধরেন।  

বাচ্চু মিয়া বলেন, ৩৫ বছর আগে তার বাবা বছর উদ্দিন মারা যাওয়ার পর থেকে বড়বভানীপুর মৌজার প্রায় ১০ বিঘা জমির কিছু অংশে বাড়ি-ঘর নির্মাণ করে বসবাস করছেন এবং বাকি জমিতে চাষবাদ করে দখলে রয়েছেন।

“সম্প্রতি স্থানীয় ভূমি অফিসের দালাল কফিল উদ্দিন ও সেকান্দার আলী জনৈক মৃত মিয়াজ উদ্দিনের নামে ওই জমির ভুয়া দলিল সৃজন করেন। পরে তার কাছ থেকে বায়না দলিল দেখিয়ে দখলের উদ্দেশ্যে ওই জমিতে সাইবোর্ড টানিয়ে দেয়।”

তিনি বলেন, কাশিমপুর ভূমি অফিস, গাজীপুর জেলার রেকর্ড রুম এবং সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি করে তাদের পর্চা ও দলিলের কোনো সন্ধান পাওয়া যায়নি। সম্প্রতি জমি থেকে সাইবোর্ডটি তুলে ফেললে তারা বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে খুন জখমের হুমকি দিচ্ছেন।

“এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ ব্যাপারে সিকান্দর আলীকে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।