সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও ১০ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2017, 07:43 AM
Updated : 22 July 2017, 09:03 AM

আমিরুল ইসলাম

নিহতরা হলেন - তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম, কুড়িগ্রামের মিরেরপাড়ার মনমোহন চন্দ্র রায়ের ছেলে মৃণাল চন্দ্র রায় (৪০) ও অজ্ঞাতপরিচয় একজন। 

কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিয়াকত আলী জানান, শনিবার ভোরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়ক হয়ে ঢাকা যাচ্ছিল একটি বাস।

“সোনামুখী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেলে ঘটনাস্থলেই সুপারভাইজার মৃণাল ও এক যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে হতাহতদের উদ্ধার করে।”

এ দুর্ঘটনায় আরও ১০ যাত্রী আহত হলে তাদের হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।

চেয়ারম্যান আমিরুলের মৃত্যুর খবর দিয়েছেন সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক রোকনুজ্জামান।

স্বজনদের বরাতে তিনি বলেন, শনিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতিচারা বটতলা মোড়ে বাসের ধাক্কায় আহত হন মোটরসাইকেল-আরোহী চেয়ারম্যান আমিরুল।

“তার মাথা ও শরীরের কয়েকটি জায়গায় জখম ছিল। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।”

পুলিশ দুর্ঘটনায় পড়া বাসটি হেফাজতে নিলেও চালককে আটক করতে পারেনি।