নওগাঁয় বাড়ির ভেতর ১৮ গোখরা সাপ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুড়িহারী গ্রামের একটি বাড়ি থেকে ১৮টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2017, 02:43 PM
Updated : 21 July 2017, 02:43 PM

শুক্রবার সকালে ও বৃহস্পতিবার ওই গ্রামের মোরশেদুল আলমের শোয়ার ঘর থেকে উদ্ধার হওয়া সাপগুলো স্থানীয়রা মেরে ফেলেন।

মোরশেদুল ছোট ভাই মোকসেদুল আলম বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যার সময় আমার ভাবি ঘরের মেঝেতে শুয়ে ছিলেন। এ সময় একটা সাপের বাচ্চা দেখতে পান। তিনি ভয়ে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসেন। পরে ঘরের বিভিন্ন আসবাবপত্র থেকে নয়টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করি এবং সেগুলোকে মেরে ফেরি।

“শুক্রবারও ঘরের মেঝে ও দেয়াল খুঁড়ে আরও নয়টি গোখরা সাপ বের করে প্রতিবেশীদের নিয়ে মেরে ফেলি।”

নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “আমি সাপ বের হবার কথা শুনেছি তবে বিস্তারিত জানতে পারিনি।”