ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামির লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার তিনদিন পর এক ডজনের বেশি মামলার এক আসামির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2017, 11:51 AM
Updated : 21 July 2017, 11:51 AM

শুক্রবার বেলা সোয়া ১টার দিকে ধরখার আখাউড়ার ধরখার ইউনিয়নের হাশিমপুর সেতু সংলগ্ন একটি বিলে তার লাশ পাওয়া যায় বলে ধরখার পুলিশ ফাঁড়ির ওসি জিয়াউল হক জানান।

নিহত কামাল হোসেন (৩৫) শহরের পূর্ব মেড্ডা এলাকার মত আব্দুরর রাজ্জাকের ছেলে।

কামালের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি ও চাদাঁবাজিসহ ১৮টি মামলার আসামি বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি নবীর হোসেন জানান।

নিহতের চাচা সফর আলী বলেন, “গত মঙ্গলবার অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি কামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।”

ওসি জিয়াউল বলেন, দুপুরে স্থানীয়রা বিলের মধ্যে কামালের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

“তার হাত-পা বাঁধা অবস্থায় ছিল, তবে শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই।”

দুই তিনদিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন বলে জিয়াউল জানান।

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।