এসএ টিভির চেয়ারম্যান-এমডির গ্রেপ্তারে পরোয়ানা

বেসরকারি টেলিভিশন এসএ টিভির এক সাবেক কর্মীর মানহানির মামলায় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যশোরের একটি আদালত।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 04:40 PM
Updated : 20 July 2017, 04:40 PM

বৃহস্পতিবার যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হুমায়ুন কবির এ পরোয়ানা জারির আদেশ দেন।

এসএ টিভির যশোরের সাবেক প্রতিনিধি অনুব্রত সাহা মিঠুন এ মামলা দায়ের করেন বলে তার আইনজীবী দেবাশীষ দাস জানান।

মামলার আসামিরা হলেন এসএ টিভির চেয়ারম্যান ফরিদা পারভীন, এমডি সালাহ উদ্দীন আহম্মেদ, ডিএমডি সেলিনা আক্তার, পরিচালক নূরে আলম রুবেল, শিরিন আক্তার ও সামছুর আলম।

মামলা নথি থেকে জানা যায়, মিঠুন গত বছরের ১৯ ডিসেম্বর রেজিস্ট্রি চিঠির মাধ্যমে এসএ টিভি থেকে যথাযথ উপায়ে অব্যাহতি নেন। এরপর ফিরিয়ে দেন পরিচয়পত্র, মাইক্রোফোনে ব্যবহৃত লোগোসহ যাবতীয় মালামাল।

এরপর গত ২৩ ডিসেম্বর এসএ টিভি কর্তৃপক্ষ একটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তার বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করে।

এ ঘটনায় মিঠুন বাদী হয়ে ২৬ ডিসেম্বর যশোর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সদর আমলি আদালতে একটি মানহানির মামলা করেন।