ডেমরায় ২ ‘জেএমবি’ গ্রেপ্তার

রাজধানীর ডেমরা থেকে দুই ‘জেএমবিকে’ গ্রেপ্তার করা হয়েছে, যাদের সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য বলছে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 03:34 PM
Updated : 20 July 2017, 03:34 PM

র‌্যাব-১১ এর একটি দল বুধবার গভীর রাতে এ অভিযান চালায়।

বৃহস্পতিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তুষার হাবিব ওরফে আইয়ুব (২৬) ও আবু বক্কর সিদ্দিক (৩৫)। দুজনই নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা। তবে আবু বক্কর ছিদ্দিক ঢাকার শ্যামপুরে বসবাস করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা গত ১০ জুন রূপগঞ্জ উপজেলার পূর্বাচল হাউজিং সেক্টর ১৯-এ যে গোপন বৈঠক হয়েছিল বলে স্বীকার করেছেন।

ওই বৈঠকে তারা উপস্থিত ছিলেন এবং জেএমবির পরিকল্পিত নাশকতার কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার দুজন এ বছরের ১১ জুন রূপগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

তুষার হাবিব একজন ‘এহসার’ সদস্য উল্লেখ করে এতে আরও বলা হয়, ইউনানী ওষুধ ব্যবসার অন্তরালে নারায়ণগঞ্জের রূপগেঞ্জর গাউছিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পক্ষে দাওয়াতী কাজ করে আসছিলেন তিনি। পরে ২০১৫ সাল থেকে পুরোদমে জেএমবির কাজ শুরু করেন।

আর আবু বক্কর ছিদ্দিক জেএমবির ‘গায়েরে এহসার’ সদস্য। ২০১৫ সালের শুরুতে তিনি জেএমবিতে যোগদান এবং সক্রিয় সদস্য হিসেবে কাজ শুরু করেন।