গাইবান্ধায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

গাইবান্ধায় একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাইবান্ধার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 02:48 PM
Updated : 20 July 2017, 02:48 PM

বৃহস্পতিবার গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফুল ইসলাম  এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মোখলেছুর রহমান, আরিফুল ইসলাম, সিদ্দিক মিয়া, আলমগীর হোসেন, আব্দুল জলিল ও সেকেন্দার আলী। এদের সবার বাড়ি পলাশবাড়ী উপজেলার খামার মামুদপুর গ্রামে।

এদের মধ্যে আরিফুল ইসলাম এখনও পলাতক রয়েছেন।

যাবজ্জীবনের সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান পিপি মো. শফিকুল ইসলাম।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি সকালে জমি বিরোধের জের ধরে পলাশবাড়ী উপজেলার খামার মামুদপুর গ্রামের মোখলেছুর রহমান তার সহযোগীদের নিয়ে একই গ্রামের জিল্লুর রহমানের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। পরে এলকাবাসী জিল্লুরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।