নওগাঁ সীমান্তের ওপারে ২ বাংলাদেশি আটক

নওগাঁর সাপাহার সীমান্তে আবারও দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 12:50 PM
Updated : 20 July 2017, 12:50 PM

বৃহস্পতিবার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় আদাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে বলে জানান নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির খান।

আটককৃতরা হলেন, সাপাহার উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৮) ও কলমুডাঙ্গা চৌমহনী এলাকার আব্দুলের ছেলে ফিরোজ কবির (২২)।

বিজিবি কর্মকর্তা খিজির খান বলেন, বুধবার রাতে রুবেল ও কবির ২৩৯ মেইন পিলারের পাশ দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের আদাডাঙ্গা ৬০ বিএসএফ টহল দল তাদেরকে ধাওয়া করে ধরে ফেলে।

“সকালে ঘটনা জানাজানি হলে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সানোয়ার হোসেন দুই বাংলাদেশিকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়। পরে দুপুরে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।”

আটক দুই বাংলাদেশিকে মালদাহ জেলার বামন গোলা থানায় হস্তান্তর করার কথা বিএসএফ বৈঠকে জানিয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

এর আগে বুধবার ভোরে একই সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে আটক করে ভারতীয় পুলিশকে দেয় বিএসএফ।