ভাবড়াশুর ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2017, 07:19 AM
Updated : 19 July 2017, 07:31 AM

বোয়ালিয়া বাজারে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নইম মোহাম্মদ মারুফ খান।

তিনি বাল্যবিয়ে রোধে সবাইকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত সবাই যার যার অবস্থান থেকে ইউনিয়নটিকে বাল্যবিয়েমুক্ত করার প্রতিশ্রুতি দেন।

ওয়ার্ল্ড ভিশনের মুকসুদপুর এডিপির ব্যবস্থাপক রবার্টসন সরকার বলেন, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন ধরে ওয়ার্ল্ড ভিশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে বাল্যবিয়ে বন্ধে কাজ করে আসছে।

“এ কর্মসূচি এ ইউনিয়নে ১৯৯৩ সাল থেকে শিশুদের মৌলিক অধিকার সুরক্ষায় কাজ করছে।কর্মসূচিটি পাশাপাশি বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি বৃদ্ধি করেছে। ঝরে পড়ার হার কমেছে। বাল্যবিয়ের হার একেবারেই হ্রাস পেয়েছে।”

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিফাতুল আলম মুছার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিবিও নেতা, কৃষক সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিশু ফোরামের প্রতিনিধি, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।