নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নওগাঁর দুই গরুর রাখালকে আটক করেছে বলে জানিয়েছে বিজিবি।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2017, 04:31 AM
Updated : 19 July 2017, 04:33 AM

বিজিবির ১৪-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খিজির খান জানান, বুধবার ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার কলমিডাঙ্গা এলাকার সীমান্ত দিয়ে ভারতে ঢুকলে বিএসএফ তাদের আটক করে।

আটককৃতরা হলেন - কলমিডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহাবুর রহমান (২৮) ও কারিয়াপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে মোজাম্মেল হক (৩০)।

বিজিবি কর্মকর্তা খিজির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সীমান্তের ২৪০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে গরু আনতে যাচ্ছিলেন।

“অবৈধ প্রবেশের অভিযোগে সনঘাট বিএসএফের টহল দল তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিএসএফ তাদের নামে মামলা দিয়ে মালদহ জেলার বামনগোলা থানায় হস্তান্তর করতে পারে।”

তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।