সোনারগাঁয় ‘বাড়িতে হামলা’, মামলা না নেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ‘বাড়িতে হামলার ঘটনায়’ পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন এক বিধবা।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2017, 03:24 AM
Updated : 19 July 2017, 03:24 AM

তবে পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছে।

সোনারগাঁ উপজেলার মুন্সীপুর গ্রামের আছমা বেগম মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার স্বামীর পৈত্রিক সূত্রে পাওয়া সোয়া চার শতাংশ জমি তার ভাসুর ফারুক ফকির দখলের চেষ্টা করে আসছেন।

“গত ১৪ জুলাই ফারুক ও তার ১০-১৫ জন সহযোগী বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ও বিদ্যুতের মিটার ভাংচুরসহ আমার ছেলেকে মারধর করে এবং জমি দখলের চেষ্টা চালায়।”

এ ঘটনায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি বলে তার অভিযোগ।

তবে সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, “সম্পত্তিটির ওয়ারিশ নিয়ে পারিবারিক ঝামেলা রয়েছে। সব বিষয়ে এসআই মোনতাছির মামুন তদন্ত করছেন। বিষয়টি তদন্তাধীন অবস্থায় রয়েছে।”