‘গালাগাল করায়’ স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, এএসআই ক্লোজড

তদন্তে আসা পুলিশের ‘গালাগালের শিকার’ হয়ে পিরোজপুরে এক স্কুলছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2017, 03:59 PM
Updated : 18 July 2017, 05:03 PM

পিরোজপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ জানান, এ ঘটনায় মঙ্গলবার ভান্ডারিয়া থানার এএসআই আবুল বাশারকে প্রত্যাহার করা হয়েছে।     

স্কুলছাত্রীর বাবা বলেন, “উপজেলার রাজপাশা গ্রামের মানিক মৃধার সঙ্গে জমিজমা নিয়ে আমার বিরোধ চলছে। এ নিয়ে প্রতিপক্ষ মানিক ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । সোমবার ওই অভিযোগের তদন্তে বাড়িতে আসেন এএসআই বাশার।

“এ সময় বাশার অভিযোগকারীদের পক্ষ নিয়ে আমার দুই মেয়েকে গালিগালাজ করে। এতে অপমানিত হয়ে ছোট মেয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।”

মেয়েটিকে সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান তার বাবা।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবাসিক মেডিকেল চিকিৎসক মো. ফকরুল ইসলাম মৃধা জানান, মেয়েটির অবস্থা সংকটজনক। তাই তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।

তবে, স্কুলছাত্রীর বাবার ওই অভিযোগ অস্বীকার করেছেন এএসআই বাশার।

সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ বলেন, “অধিকতর তদন্তের জন্য অভিযুক্ত এএসআই আবুল বাশারকে ক্লোজড করা হয়েছে। তদন্ত শেষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”