ঠাকুরগাঁওয়ে ‘হত্যা মামলার আসামি’ শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; হত্যা মামলা দায়েরের পর যিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছে।    

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2017, 09:02 AM
Updated : 18 July 2017, 10:40 AM

ঠাকুরগাঁও সদর থানার এসআই আনিসুর রহমান আনিছ জানান, বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী গ্রাম থেকে মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত মোহর আলী (৫০) ওই এলাকার সিরাজ উদ্দীনের ছেলে। তিনি বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।  

বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূর-এ আলম সিদ্দীকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেহের আলীর লাশের পাশে একটি চিঠি পাওয়া গেছে।

খোরশেদ আলম নামে এক ব্যক্তি সদর উপজেলার রুহিয়া থানায় মেহেরের রিরুদ্ধে হত্যা মামলা দায়ের করায় অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করছেন বলে চিঠিতে উল্লেখ রয়েছে বলে নূর জানান।

এলাকাবাসীরা বলছেন, হত্যা মামলায় আসামি হওয়ায় সম্মানহানীর কারণে মোহোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি গাছে মোহরের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে এসআই জানান।

তিনি বলেন, মোহোরের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় সম্মানহানীর ভয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের কাছে শুনেছেন।

তবে মামলার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রুহিয়া থানার এসআই কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাগনি জামাই ফারুক হোসেনকে হত্যার মামলায় মোহর আলী আসামি। ২০১৬ সালের ২৩ জুলাই এ মামলা করা হয়। মামলাটি এখন সিআইডি তদন্ত করছে।