রবের বাড়িতে বৈঠকে পুলিশের বাগড়া: লক্ষ্মীপুরে বিক্ষোভ

জেএসডি নেতা আ স ম রবের বাড়িতে বৈঠকে পুলিশের বাগড়া দেওয়ার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 12:24 PM
Updated : 17 July 2017, 01:26 PM

সোমবার বিকালে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা শাখা এ কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় রবের বাড়িতে এক হয়েছিলেন রাজনীতিক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, আবদুল কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না, নাগরিক সংগঠন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ কয়েকজন; কিন্তু পুলিশের বাগড়ায় তাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে হয়েছে। একে ‘চা চক্র’বলছেন জেএসডির নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, “রাজনীতিবিদদের অনুষ্ঠানে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।”

 

এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা।

জেলা জেএসডির সভাপতি মনছুরুল হকের সভাপতিত্বে দলটির জেলা সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, কার্যকরী সভাপতি আব্দুর মোতালেব, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, শাহাদাত হোসেন নিরব, লোকমান হোসেন বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।