ফরিদপুরে অ্যাম্বুলেন্সে ছিনতাইয়ের অভিযোগে মামলা

ফরিদপুরের নগরকান্দায় দুইদিন আগে রোগী বহনকালে একটি অ্যাম্বুলেন্সে ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 11:40 AM
Updated : 17 July 2017, 11:40 AM

নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম জানান, সোমবার দুপুরে রোগীর মামা অ্যাম্বুলেন্সের চালক জামাল সরদার অজ্ঞাতদের বিরুদ্ধে মামলটি দায়ের করেন।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, গত শনিবার রাতে সদরপুর উপজেলার মটুকচর গ্রামের মেয়ে হীরাকে বিষধর সাপে কাটে। রাতে তাকে প্রথমে বিশ্বজাকের মঞ্জিল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হীরাকে তার মামা জামাল সরদারের অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রওনা হয়।

“রাত দুইটার দিকে নগরকান্দার ল্যাংড়ার মোড়ে ব্যারিকেড অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজনদের কাছ থেকে নগদ প্রায় তিন হাজার টাকা ও তিনটি মোবাইলফোন ছিনিয়ে নেয়। এ সময় পথে রোগী হীরার মৃত্যু হয়।”

ইতিমধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে বলে জানান এএফএম নাসিম।