বেনাপোলে সোয়া কেজি সোনাসহ আটক ১

বেনাপোল চেকপোস্টে পাসপোর্টধারী এক ব্যক্তিকে সোয়া কেজি সোনসহ আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

বোপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 05:10 AM
Updated : 17 July 2017, 05:10 AM

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মাদ সাদিক জানান, সোমবার সকালে চেকপোস্ট কাস্টমস অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক সেলিম হাওলাদার (৪৫) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি বলয় এলাকার সামসুল হক হাওলাদারের ছেলে।

গোয়েন্দা কর্মকর্তা সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবরের ভিত্তিতে গোয়েন্দা সদস্যরা কাস্টমস অফিসের সামনে অবস্থান নেন।

“সকাল সাড়ে ৮টার দিকে সেলিমকে সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জুতার সঙ্গে সংযুক্ত করে রাখা পাঁচটি সোনার বার পাওয়া যায়, যার ওজন ১২৫০ গ্রাম।”

আটক সোনা বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সোনা পাচারের অভিযোগে সেলিমের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দিয়ে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।