ধর্ষণচেষ্টার সালিশে পুলিশ দেখে পালালেন ‘বিচারকরা’

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিশ করতে বসেও পুলিশ দেখে পালিয়ে গেছেন স্থানীয় মাদবররা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 03:46 AM
Updated : 17 July 2017, 03:46 AM

শ্রীপুর থানার এসআই নাজমুল হোসেন জানান, উপজেলার তেলিহাটি ইউনিয়নের বোর্ডিং বাড়িতে রোববার বিকালে ৪ নম্বর ওয়ার্ড সদস্য আইনুল হক এই শালিসের আয়োজন করেন।

শিশুটির স্বজনদের অভিযোগ, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিশুটি বেলা ১১টার দিকে স্কুলে যাচ্ছিল। এ সময় একই ইউনিয়নের টেংরা পশ্চিমপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে মামুন (২২) তাকে ফুঁসলিয়ে রাস্তা থেকে বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।

পরে মামুনকে হাজির করে ওয়ার্ড সদস্য আইনুল স্থানীয়দের সঙ্গে নিয়ে শালিসের আয়োজন করেন বলে স্থানীয়রা জানান।

এসআই নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগ নিয়ে সালিশ বসার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই সালিশে আসা মাতবরসহ স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

সালিশ পণ্ড হওয়ার পর থেকে ওয়ার্ড সদস্য আইনুলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।