বিপৎসীমার উপরে পদ্মার পানি, শুরু হয়েছে ভাঙন   

ফরিদপুরে বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আড়িয়াল খা, ও মধুমতিসহ নদী তীরবর্তী বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2017, 01:27 PM
Updated : 16 July 2017, 01:27 PM

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, গত ১২ ঘণ্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আড়িয়াল খা, কুমার ও মধুমতি নদীর পানিও বিপৎসীমার ওপরে রয়েছে।

“পদ্মার পানি বাড়লেও জেলায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে স্রোতের তীব্রতায় সদরের ডিগ্রিরচর, চরভদ্রাসনের এমপিডাঙ্গি, সদরপুরসহ নদী তীরবর্তী বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে।”