রাজশাহীতে হত্যা মামলায় একজনের ফাঁসির রায়

ভাগ্নেকে হত্যার দায়ে একজনের ফাঁসির রায় দিয়েছে রাজশাহীর একটি আদালত। এছাড়া আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2017, 09:01 AM
Updated : 16 July 2017, 09:01 AM

রোববার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু।

মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন নগরীল রাজপাড়া থানার মোল্লাপাড়ার মৃত এসাহাক আলীর ছেলে আব্দুল মালেক এবং যাবজ্জীবন দণ্ডিত হন পবা উপজেলার সরিষাকুঁড়ি গ্রামের শামসুজ্জোহার ছেলে জাহাঙ্গীর হোসেন।

প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির চাঁদা তোলা নিয়ে বিরোধের জের ধরে ২০১৩ সালের ৫ অগাস্ট রাতে রাজশাহী নগরীর রাজপাড়া থানার হড়গ্রাম কড়াইতলায় সৎ মামা আব্দুল মালেক ও তার সহযোগী জাহাঙ্গীরের হাতে ছুরিখাঘাতে খুন হন আলামিন।

অ্যাডভোকেট এন্তাজুল হক বলেন, এ ঘটনায় আমিনের বাবা আব্দুল ওহাব বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আব্দুল মালেক, তার ভাই তারেক রহমান ও জাহাঙ্গীর হোসেনকে আসামি করা হয়। তদন্ত শেষে তারেকের নাম বাদ দিয়ে অভিযোগপত্র দাখিল করে রাজপাড়া থানা পুলিশ।

মামলা চলাকালে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে জানান এন্তাজুল হক।