পায়ুপথে বাতাসে নাড়ি ‘ছিঁড়ল’ শিশুটির

সিরাজগঞ্জে পায়ুপথে বাতাস ঢোকানো কারখানাকর্মী সেই শিশুটির নাড়ির কয়েকটি স্থানে ছিঁড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বগুড়া প্রতিনিধিসিরাজগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2017, 08:25 AM
Updated : 16 July 2017, 08:25 AM

গুরুতর অবস্থায় শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

শনিবার সকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাটের এসিআই গোদরেজ ফিড মিলের ভেতর কয়েকজন শ্রমিক এ শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক  ডা. নির্মলেন্দু চৌধূরী বলেন, শিশুটির চিকিৎসায় সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মোত্তালেব হোসেনের নেতৃত্বে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

“পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে শিশুটির নাড়ির একাধিক জায়গায় ছিঁড়ে গেছে। তাই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“দুপুরে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। অপারেশন শেষ হলে অবস্থা বোঝা যাবে।”

সিরাজগঞ্জ সদরের বিলগজারিয়া গ্রামের শিশুটির মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেছিলেন, “সকালে মিলের কয়েকজন শ্রমিক পায়ুপথে বাতাস ঢুকিয়ে আমার ছেলেকে হত্যা চেষ্টা করেন। এক পর্যায়ে পেট অতিরিক্ত ফুলে গেলে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় মেডিনোভা হাসপাতালে নিয়ে যান।”

ডা. নির্মলেন্দু বলেন, শিশুটিকে শনিবার রাতে স্বজনরা হাসপাতালে আনলে প্রথমে শিশু ওয়ার্ডের সার্জিক্যাল ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে কামারখন্দ থানার ওসি বাসুদেব সিনহা রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শিশুটির বাড়িতে এসেছি; কিন্ত স্বজনরা কেউ বাড়িতে নেই, চিকিৎসা করাতে শিশুটির সাথে বগুড়ায় গেছেন।

“ঘটনাস্থল পরিদর্শন করেছি; কিন্তু মিল কর্তৃপক্ষ জানিয়েছে শিশুটিকে যারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল, শিপ্টিং ছুটির কারণে আজ তারা মিলে আসেনি।”

তাই ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের সর্ম্পকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলে জানান ওসি।