গোপালগঞ্জে ‘অপহৃত’ দুই কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩

গোপালগঞ্জে ‘অপহৃত’ দুই কিশোরীকে উদ্ধার ও এ ঘটনায় জড়িত অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2017, 04:33 AM
Updated : 16 July 2017, 04:33 AM

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলায় শনিবার বিকালে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার কাজুলিয়া গ্রামের সোহরাব দাড়িয়ার ছেলে আল আমীন দাড়িয়া (২৬), একই গ্রামের মজিবুল মোল্লার ছেলে শাহেদ মোল্লা (২৮) ও কোটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামের লাল মিয়া শেখের ছেলে কবির শেখ (২৫)।

অপহৃতদের মধ্যে একজনের বাড়ি কোটালীপাড়ায় ও আরেকজনের বাড়ি বাগেরহাটের মোল্লারহাট উপজেলায়। তারা দুজনেই গোপালগঞ্জের পৃথক স্কুলে পড়াশুনা করে।

প্রায় ১২ থেকে ১৫ দিন আগে তাদের আলাদাভাবে অপহরণ করা হলেও ‘অপহরণকারীরা’ একই চক্রের সদস্য বলে কামরুল জানান।      

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণের পর মেয়ে দুটির পরিবারের লোকজনের কাছে মোবাইলে ফোন করে এক লাখ টাকা করে মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা।

“ঘটনাটি থানায় জানানো হলে অপহরণকারীদের মোবাইল ফোন ট্র্যাকিং করে অভিযান শুরু করে পুলিশ।

“প্রথমে সদর উপজেলার কাজুলিয়া গ্রাম থেকে একজন ও পরে কোটালীপাড়া উপজেলা থেকে অপর একজনকে উদ্ধার করা হয়।”

এ ঘটনায় অপহরণের মামলা ও উদ্ধারকৃতদের আদালতের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।