ফেনীতে শ্বাসরোধ করে গৃহবধূকে ‘হত্যা’

ফেনীতে ‘যৌতুকের দাবিতে’ এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2017, 03:48 PM
Updated : 15 July 2017, 03:48 PM

নিহত রেশমা আক্তার (১৯) শহরের নাজির রোড এলাকার মোহাম্মদ রাজুর স্ত্রী।

শনিবার বিকালে তার লাশের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম।

রেশমার ভাই সৈয়দ আহমেদ বলেন, “নয় মাস আগে রেশমার সঙ্গে রাজুর বিয়ে হয়। বিয়ের সময় দুই লাখ টাকা যৌতুক দাবি করে তারা। দাবি অনুযায়ী দুই লাখ টাকা দেওয়া হলেও তারা আরও ২০ হাজার টাকা দাবি করে।

“টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রেশমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর ও ননদ মিলে কটূক্তি ও শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে তার স্বামীকে ১০ হাজার টাকা দেওয়া হলেও তারা নির্যাতন বাড়িয়ে দেয়।”

নির্যাতনের এক পর্যায়ে শুক্রবার রাতে রেশমাকে রশিতে ঝুলিয়ে হত্যা করা হয় বলে তার ভাই অভিযোগ করেন।

তবে রেশমার স্বামী রাজুর দাবি তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, “পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত করে পরিবারে কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হওয়ায় অপমৃত্যুর মামলা হয়েছে।

“তবে নিহতের পরিবার যদি হত্যার অভিযোগে মামলা দেয় তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”