পাবনায় ট্রেন লাইনচ্যুত, তদন্তে কমিটি

পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2017, 01:11 PM
Updated : 15 July 2017, 01:14 PM

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অসিম কুমার তালুকদার জানান, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে ঈশ্বরদীর মুলাডুলী স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মুলাডুলি স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান জানান, বেলা সোয়া ১টার দিকে ট্রেনটি  মুলাডুলি স্টেশন অতিক্রম করার সময়ইঞ্জিন, পাওয়ার কার ও একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর পাকশী থেকে থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে বলে জানান তিনি।

এ বিষয়ে পাকশী বিভাগের সহকারী ট্রাফিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, “যত দ্রুত সম্ভব আমরা লাইন ক্লিয়ার করার চেষ্টা করছি। কতক্ষণ লাগবে তা বলতে পারছি না। তবে সন্ধ্যা ৭ টার আগেই লাইন ক্লিয়ার করার চেষ্টা করা হবে।”