ভোলায় সহকারী কর কমিশনারের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলায় এক সহকারী কর কমিশনারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 11:07 AM
Updated : 14 July 2017, 11:07 AM

শহরের গাজীপুর রোডের সরকারি কোয়ার্টারে বৃহস্পতিবার গভীর রাতে সাহিনুর রশিদ জিমির লাশ পাওয়া যায়।  

সাহিনুর ভোলার কর সার্কেল-১০ এ কর্মরত ছিলেন। তাদের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।

ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান, সাহিনুর শহরের গাজীপুর রোডের সরকারি কোয়ার্টারে পরিবার নিয়ে থাকতেন।

“বৃহস্পতিবার রাতে নিজ কক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।”

ওসি বলেন, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। বিষয়টি নিশ্চিতের জন্য পুলিশ ঘটনার তদন্ত করছে।

খবর পেয়ে নিহতের মা ও সেনা কর্মকর্তা বড় ভাই শুক্রবার ভোলায় আসেন। তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ভোলার সিভিল সার্জন রথিন্দ্রনাথ রায় জানান, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

সাহিনুর রশিদ জিমি ৩৩তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে জাতীয় রাজস্ব বোর্ডে যোগদান করেন।