‘ঋণ খেলাপি মিল’ বন্ধের চেষ্টায় শ্রমিকদের বাধা, সড়ক অবরোধ 

ঋণ খেলাপির কারণে মাদারীপুরের একটি স্পিনিং মিল পুলিশ বন্ধ করে দেওয়ার চেষ্টায় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে বিক্ষোভ দেখিয়েছে কারখানার শ্রমিকরা।  

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 10:40 AM
Updated : 14 July 2017, 12:02 PM

সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, শুক্রবার দুপরে সদর উপজেলার মোস্তাফাপুরে ‘মাদারীপুর স্পিনিং মিলের’ কর্মীদের এই বিক্ষোভের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। 

পরে পুলিশ রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে দিলেও তারা মিলের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এ সময় পুলিশ কয়েকজনকে লাঠিপেটা করে বলে শ্রমিকদের অভিযোগ।

ওসি মোর্শেদ জানান, রূপালী ব্যাংকের ঢাকার মতিঝিল শাখায় ওই স্পিনিং মিলের কয়েকশ কোটি টাকার ঋণ বকেয়া রয়েছে।

“এর প্রেক্ষিতে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ দুপুরে কারখানাটি সিলগালা করতে গেলে শ্রমিকরা বাধা দেয়।”

এরপর শ্রমিকরা রাস্তার ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘণ্টাখানেক পর পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলে তারা আবার মিলের ভেতর গিয়ে অবস্থান নেয়।   

রফিকুল ইসলাম নামে কারখানার এক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের গত দুই মাসের বেতন বকেয়া। এখন পুলিশ আসছে কারখানা সিলগালা করে দিতে। এ কারণে আমরা বাধা দিছি।”     

কারখানার ভেতরে গিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ কয়েকজনকে লাঠিপেটা করে বলেও অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, “পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। তবে লাঠিপেটার কোনো ঘটনা ঘটেনি।             

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।