নওগাঁয় জমির বিরোধে সংঘর্ষে একজনের মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলায় জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে; এ সংঘর্ষে আহত হয়েছেন আরও তিনজন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 08:31 AM
Updated : 14 July 2017, 08:31 AM

বদলগাছী থানার ওসি জালাল হোসেন জানান, বৃহস্পতিবার বিলাসবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

নিহত সামিউল ইসলাম লিটন (৪০) ওই গ্রামের আলিনূর ইসলামের ছেলে।

ওসি জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির পাশের পাঁচ শতাংশ জমি নিয়ে আলিনূরের সঙ্গে প্রতিবেশী সালামের বিরোধ রয়েছে।

“আলিনূরের ছেলে লিটন ওই জমিতে চারা লাগাতে গেলে সালামের লোকজন বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ চারজন আহত হন। তাদের মধ্যে সামিউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া বৃহস্পতিবার রাত ১০টার দিকে চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়।”

এছাড়া আলিনুর, সামিউলের স্ত্রী ও ভাই মিঠুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি জালাল।

তিনি বলেন, নিহতের বাবা আলিনুর ইসলাম শুক্রবার সকালে বদলগাছী থানায় ১৫-১৬ জনকে আসামি করে মামলা দিলে আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তারা হলেন - তারেক মণ্ডল (৫৬), নয়ন হোসেন (১৭), রবিউল ইসলাম (৩৫) ও আমিনূল হক খান (৪২)।

অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান ওসি জালাল হোসেন।