ট্যাঙ্কার-কার্গো সংঘর্ষে কীর্তনখোলায় তেল

বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেল বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে ফ্লাইঅ্যাশবাহী একটি কার্গো জাহাজের সংঘর্ষ হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 08:24 AM
Updated : 14 July 2017, 08:24 AM

শুক্রবার কীর্তনখোলা নদীর চরকাউয়া এলাকায় এ দুর্ঘটনায় নৌযান দুটি ক্ষতিগ্রস্ত হলেও কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীক এর কমান্ডার রফিকুল ইসলাম জানান, সাড়ে নয় লাখ লিটার ডিজেল ও তিন লাখ লিটার পেট্রোল নিয়ে এমটি ফজর নামের ট্যাঙ্কারটি চট্টগ্রাম থেকে বরিশালের যমুনা তেল ডিপোতে আসে।

একই সময় মংলা থেকে ঢাকাগামী ফ্লাইঅ্যাশবাহী এমভি মা-বাবার দোয়া ২ নামের কার্গোটি বরিশাল পার হচ্ছিল।

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই নৌযানের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই নৌযানের-ই কিছু অংশ দুমড়ে মুচড়ে যায় বলে জানান তিনি।

দুর্ঘটনার কারণে ট্যাঙ্কার থেকে বেশ কিছু পরিমাণ ডিজেল নদীতে পড়লেও তার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি বিআইডব্লিউটিএ।