স্বর্ণের বারসহ বেনাপোলে বাংলাদেশি আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় পাঁচটি স্বর্ণের বারসহ এক বাংলাদেশিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।    

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 08:19 AM
Updated : 14 July 2017, 08:19 AM

বেনাপোল চেকপোস্ট কাস্টমস অফিসের সামনে থেকে শুক্রবার সকালে সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয় বলে বেনাপোল শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক মোহাম্মাদ সাদিক জানান।

আটক জালাল আহমেদ সেলিম শরিয়তপুরের নড়িয়া থানার মিতু মাতবরকান্দি গ্রামের ইয়াকুব মুন্সির ছেলে।

সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনার একটি চালান ভারতে পাচারের গোপন খবরে গোয়েন্দা দলের সদস্যরা বাংলাদেশি পাসপোর্ট যাত্রী জালালকে আটক করে।

“পরে তার শরীরে তল্লাশি চালানো হলে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়।”

তিনি বলেন, বারগুলোর ওজন ৫৮০ গ্রাম। সেগুলো বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে।

স্বর্ণ পাচারের অভিযোগে জালালের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে সাদিক জানান।