‘বিক্রয় রসিদ না দেওয়ায় মারধরে’ মৃত্যু

শেরপুরে ‘অটোরিকশা বিক্রির রসিদ না দেওয়ায় মারধরে’ একজনের মৃত্যু হয়েছে; ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 05:58 AM
Updated : 14 July 2017, 08:08 AM

সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িয়ারপাড় গ্রামের বাসিন্দা আক্কাছ আলীর (৫৫) মৃত্যু হয়।

আটক শহিদুল ইসলাম (৩০) ও আল-আমিনও (১৮) একই এলাকার বাসিন্দা।

ওসি নজরুল প্রাথমিক তদন্তের বরাতে বলেন, আক্কাছ এক বছর আগে একটি অটোরিকশা বিক্রি করেন একই এলাকার আনার আলীর কাছে। সম্প্রতি আনার ওই অটোরিকশাটি অন্যত্র বিক্রি করতে গেলে ক্রেতা এর কাগজ চান।

“কিন্তু আক্কাছ আলী এক বছর আগে বিক্রি করা অটোরিকশার কাগজ দিতে অস্বীকার করেন। কথা কাটাকাটির একপর্যায়ে আনার আলীর লোকজন তাকে বেধড়ক মারধর করলে মৃত্যু হয় বলে আক্কাছের পরিবারের অভিযোগ।”

লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি নজরুল বলেন, এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আর থানায় মামলার প্রক্রিয়া চলছে।