স্মৃতিসৌধে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশে সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 01:43 PM
Updated : 13 July 2017, 03:32 PM

স্মৃতিসৌধে দায়িত্বরত গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা ৩টা ৪০ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করেন প্রেসিডেন্ট সিরিসেনা।

ওই সময় সেখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন তাকে স্বাগত জানান।

প্রায় ১৬ মিনিট অবস্থানকালে তিনি শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ‘নাগেশ্বর চাপা’ ফুলের একটি চারা রোপন করেন ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। 

এ সময় প্রেসিডেন্ট সিরিসেনার সঙ্গে সে দেশের কয়েকজন মন্ত্রীসহ অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

স্মৃতিসৌধে সিরিসেনার আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

তিন দিনের সফরে বৃহস্পতিবার সকালে শ্রীলংকার প্রেসিডেন্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।