গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় ও ফুলছড়িতে বন্যার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 01:38 PM
Updated : 13 July 2017, 01:38 PM

বৃহস্পতিবার দুপুরে ফুলছড়ি উপজেলার এক শিশু ও বুধবার রাতে সদর উপজেলায় এক শিশুর মৃত্যু হয় বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী জানান।

এরা হল সদর উপজেলার কামারজানি গ্রামের স্বপ্না খাতুন (৭) ও ফুলছড়ি উপজেলার চর রতনপুর গ্রামের মিনহাজ মিয়া (৪)।

এদিকে গাইবান্ধার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

বৃহস্পতিবার ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ও ঘাঘটের পানি ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া করতোয়া ও তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।

বন্যাকবলিত গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ২৯টি ইউনিয়নের ১৯০টি গ্রামের প্রায় সোয়া দুই লাখ লোক পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার পানিতে প্লাবিত চার উপজেলার ১৩২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া ২৪টি সরকারি আশ্রয় কেন্দ্রে চার হাজার বন্যা কবলিত মানুষ আশ্রয় নিয়েছে।