বন্যায় নীলফামারীতে ৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত

বন্যায় নীলফামারীর দুই উপজেলার ১০ ইউনিয়নের তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 01:16 PM
Updated : 13 July 2017, 01:16 PM

বৃহস্পতিবার দুপুরে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম এ তথ্য জানান।

তিনি বলেন, “ডিমলা ও জলঢাকা উপজেলার বন্যা দুর্গত এলাকার জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তের তালিকা করে আমাদের কাছে পাঠিয়েছেন। তালিকা অনুযায়ী ডিমলা উপজেলার ছয়টি ইউনিয়নে দুই হাজার ৫০০ পরিবার এবং জলঢাকা উপজেলার চারটি ইউনিয়নের ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।”

পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে দুই উপজেলায় এসব ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১৮০ মেট্রিকটন চাল ও সাড়ে ৬ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।ক্ষতিগ্রস্তদের মধ্যে বাছাই করে প্রয়োজন অনুসারে ত্রাণ বিতরণ চলছে।

বৃহস্পতিবার আরও ১০০ মেট্রিকটন চাল ও তিন লাখ টাকা বরাদ্দ এসে পৌঁছেছে বলে জানান তিনি।

তিনি বলেন, ১০টি ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্র ও স্বাস্থ্য ক্যাম্পে মেডিক্যাল টিম বন্যা দুর্গতদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করছে। বিশুদ্ধ পানীয় জল ও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর।

দুর্গত এলাকার হাটবাজারে যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি না পায় সেদিকে নজরদারি রয়েছে বলে জানান তিনি।

এসময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ সচিব আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহীনুর আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টিএম আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।