গোপালগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের দণ্ড

গোপালগঞ্জে এক স্কুলছাত্রী অপহরণ মামলায় এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 12:30 PM
Updated : 13 July 2017, 12:30 PM

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. দলিল উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক বিশ্বাস (৩৫) মুকসুদপুর উপজেলার কোটরাকান্দি গ্রামের নজির বিশ্বাসের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান পিপি আব্দুল হালিম।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৪ সালের ১৯ মে মুকসুদপুর উপজেলার নওহাটা এআরএস উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি এক ছাত্রীকে অপহরণ করেন আব্দুর রাজ্জাক বিশ্বাস। এ ঘটনায় মেয়েটির বাবা গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ করলে বিচারক মামলাটি নথিভুক্ত করে মুকসুদপুর থানার ওসিকে তদন্ত করার নির্দেশ দেন।

“মুকসুদপুর থানা তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেয়। পরে আদালত বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করে।”

বিচার বিভাগীয় তদন্তের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন বলে জানান পিপি।