রাজশাহীতে জামায়াতের ১০ নেতা রিমান্ডে

রাজশাহীতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামায়াতের ১০ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 12:09 PM
Updated : 13 July 2017, 12:09 PM

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শাহানাজ পারভীন দুই দিন মঞ্জুর করেন বলে বাঘা থানার ওসি আলী মাহমুদ জানান।

এরা হলেন- বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমির জিন্নাত আলী, চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলার জামায়াতের সেক্রেটারি নাজমুল হক, বাঘা পৌরসভা জামায়াতের আমির সাইফুল ইসলাম, আড়ানী পৌরসভা জামায়াতের আমির শামশুল ইসলাম, বাউসা ইউনিয়ন জামায়াতের সভাপতি মজিবুর রহমান, বাজুবাঘা ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী, জামায়াত নেতা সেকেন্দার আলী, মোয়াজ্জেম হোসেন, আহম্মদ আলী ও রফিকুল ইসলাম।

ওসি আলী মাহমুদ বলেন, গত ৮ জুলাই বিকালে আমোদপুর গ্রামের উপজেলা চেয়ারম্যান জিন্নাত আলীর বাড়ির পাশের জামে মসজিদে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পরে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।