খুলনায় মাদ্রাসা শিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার

খুলনায় কয়রা উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 08:57 AM
Updated : 13 July 2017, 09:01 AM

কয়রা থানার ওসি এনামুল হক জানান, বৃহস্পতিবার ভোরে কয়রা গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হাই (৫৮)  ওই এলাকার শেখ শহর আলীর ছেলে। কয়রা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন তিনি।

ওসি এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে স্থানীয়রা আব্দুল হাইয়ের লাশ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ ও ঘটনাস্থল থেকে একটি ধারালো বটি উদ্ধার করে।

বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা আব্দুলকে হত্যার পর তার লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।

তিনি বলেন, “নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।”

আব্দুল হাই বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বুধবার তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে ওসি এনামুল জানান।

লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।