কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে দুইজনের মৃত্যু

কুড়িগ্রাম সদর ও চিলমারীতে বন্যার পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2017, 03:31 PM
Updated : 12 July 2017, 03:32 PM

বুধবার চিলমারী উপজেলার শাখাহাতি ও সদর উপজেলার হলোখানা ইউনিয়নের খামার হলোখানা গ্রামে এ ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আখের আলী জানান।

এরা হলেন শাখাহাতি গ্রামে সাইদুর রহমানের স্ত্রী লাইলী (২২) ও খামার হলোখানা গ্রামের পনির উদ্দিনের ছেলে হামিদুল হক (১৭)।

এ নিয়ে চলতি বন্যায় কুড়িগ্রামে পানিতে ডুবে তিন জনের মৃত্যু হলো।

আখের আরী জানান, লাইলী বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে মারা যায়। আর দর্জির দোকানের কর্মচারী হামিদুল দুপুরে বাড়ি থেকে মাস্টারের হাটে দোকানে যাওয়ার সময় জলমগ্ন রাস্তা পার হওয়া সময় গর্তে পড়ে মারা যায়।

এর আগে গত ৭ জুলাই চিলমারীর রাণীগঞ্জের কোদাল ধোওয়া গ্রামে সিদ্দিক (৭) নামে এক শিশুর মৃত্যু হয়।