‘সুন্দরবন রক্ষার কর্মীদের’ উপর হামলার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জে ‘সুন্দরবন রক্ষার কর্মীদের’কুপিয়ে ও পিটিয়ে আহতের ঘটনায় একটি মামলা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2017, 11:03 AM
Updated : 12 July 2017, 11:17 AM

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান মিয়া জানান, বুধবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি (নারায়ণগঞ্জ) আহ্বায়ক রফিউর রাব্বি মামলাটি দায়ের করেন।

পুলিশ বলছে, সদর মডেল থানায় করা ওই মামলায় অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর চাষাঢ়ায় শহীদ মিনারে সামনে নারায়ণগঞ্জে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সুন্দরবন রক্ষার দাবিতে একটি সমাবেশে অংশগ্রহণকারী কয়েকজনের উপর হামলা হয়।

এতে সংস্কৃতিকর্মী আরিফ বুলবুল, আহম্মেদ বাবলু ও শিল্পী অমল আকাশ ও শাহীন মাহমুদ আহত হন।

ঘটনার পরপর আহতদের নগরীর খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই আরিফ বুলবুলকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার সুন্দরবন রক্ষার দাবিতে নারায়ণগঞ্জের শহীদ মিনারে সমাবেশ ও মিছিল করে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

“এ সময় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অমল আকাশ, কার্যকরী সদস্য শাহীন মাহমুদ, প্রতিনিধি পরিষদের সদস্য কবি আরিফ বুলবুল, ছড়াকার আহম্মেদ বাবলু অবস্থান করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০/১২ জন যুবকের একটি দল হাতে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।”

ওসি আসাদুজ্জামান জানান, হামলায় জড়িত কাউকে চিহ্নিত করা যায়নি। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।