টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য টিফিন বক্স

বিদ্যালয়ে দুপুরের খাবার নিশ্চিত করতে ও মিড-ডে মিল চালু রাখতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2017, 10:07 AM
Updated : 12 July 2017, 10:07 AM

উপজেলার বড় ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল কমিটির উদ্যোগে এবং ইউএনও আবু নাসার উদ্দিনের সৌজন্যে বুধবার দুপুরে টিফিন বক্স বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসার উদ্দিন বলেন, মিড-ডে মিল উদ্যোগটি সরকারের একার পক্ষে চালানো সম্ভব নয়। তাই এভাবে সকলকে এগিয়ে এসে এই মিড-ডে মিল চালু রেখে শিক্ষার্থীদের দুপুরের খাবার নিশ্চিত করতে হবে।

ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জাকিয়া পারভিন ও বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের টিফিন বক্স দেওয়া হয়।

শিক্ষার্থীদের আনন্দ, পড়াশুনার প্রতি আগ্রহ ও মেধা বিকাশের উদ্দেশ্যে কুইজ প্রতিযোগিতা ও জেরি কার্টুনের মাধ্যমে বিভিন্ন প্রশ্ন ও উত্তর শেখানো হয়।