বেনাপোলে স্বর্ণের বারসহ বাংলাদেশি আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সাতটি স্বর্ণের বারসহ এক বাংলাদেশিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

বোনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2017, 07:58 AM
Updated : 12 July 2017, 08:35 AM

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা চাঁন মাহমুদ খান জানান, বুধবার সকালে নোম্যান্সল্যান্ড থেকে তাকে আটক করা হয়।  

আটক পারভেজ আলম নারায়নগঞ্জ বন্দর থানার মনির হোসেনের ছেলে।

চাঁন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন বাংলাদেশি পাসপোর্টযাত্রী সোনার একটি চালান নিয়ে ভারতে পাচারের জন্য বেনাপোল চেকপোস্টে অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দা দলের সদস্যরা সেখানে অবস্থান নেন।

“সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল কাস্টমস ইমিগ্রেশন থেকে নোম্যান্সল্যান্ডে প্রবেশ করলে পারভেজকে আটক করা হয়।”

তিনি বলেন, “পরে তার শরীরে তল্লাশি চালানো হলে জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাতটি স্বর্ণের পাওয়া যায়।”

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায়পারভেজের বিরুদ্ধে মামলার পর তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে চাঁন মাহমুদ জানান।