চাল কালোবাজারীর দায়ে চেয়ারম্যানের ১৪ বছর দণ্ড

নেত্রকোণার কেন্দুয়ায় দুঃস্থমাতার চাল কালোবাজারীর দায়ে সাবেক এক চেয়ারম্যানসহ দুইজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2017, 11:36 AM
Updated : 11 July 2017, 11:37 AM

মঙ্গলবার দুপুরে নেত্রকোণা বিশেষ ট্রাইব্যূনাল-১ এর বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এই রায় দেন।

দণ্ডিতরা হলেন কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান মজনু (৪৮) এবং গগডা গ্রামের মো. জসিম উদ্দিন (৫৭)।

একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২৫ অগাস্ট ইউনিয়ন পরিষদ থেকে ৩৩ বস্তা দুঃস্থমাতার চাল কালোবাজারে বিক্রি করতে তিনটি টমটমে করে নিয়ে যান চেয়ারম্যান ও তার সহযোগী। গোপন সংবাদে পুলিশ কেন্দুয়া পৌর শহরের চিরাং রোডের তরি বিল্ডিংয়ের সামনে থেকে চাল জব্দ করে।

পরদিন পুলিশ বাদী বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। একই বছরের ১৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।