ফেনীতে শিশু গৃহকর্মী নির্যাতন: গৃহকত্রী গ্রেপ্তার

ফেনীতে শিশু গৃহকর্মী আমেনাকে পুড়িয়ে নির্যাতনের অভিযোগে গৃহকত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2017, 11:13 AM
Updated : 11 July 2017, 11:14 AM

মঙ্গলবার ভোরে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফেনীর পুলিশ সুপার (এসপি) এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান।

গ্রেপ্তার আফরোজা বেগম (৫৫) ফেনী পৌরসভা চত্বর এলাকার আনন্দ কমিউনিটি সেন্টারের মালিক শমছু মিয়ার স্ত্রী।

এসপি জাহাঙ্গীর আলম বলেন, রোববার রাতে নির্যাতিত শিশুটির ফুপু ফুল জাহান বেগম টুনি বাদী হয়ে আফরোজাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে ধলিয়া বাজার হয়ে অন্যত্র পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ, গত বছরের মাঝমাঝিতে ১০ বছর বয়সী আমেনাকে কাজ করার জন্য ফেনী শহরের একাডেমির এলাকার আফরোজার বাসায় দেন তার ফুপু। কিছুদিন পর আফরোজা ঢাকায় তার মেয়ে লাভলীর বাসায় শিশুটিকে পাঠিয়ে দেন।

“লাভলী নির্যাতনের পর এক পিঠসহ পেছনের অংশে ঝলসে দেয়। পরে অসুস্থ্ মেয়েটিকে মায়ের বাসায় পাঠিয়ে দেয়। কিছুদিন বাসায় থাকার পর আফরোজা মেয়েটিকে ঘর থেকে বের করে দেন।”

শনিবার রাতে শহরের তাকিয়া রোডে মেয়েটিকে পেয়ে হাসপাতালে ভর্তি করেন এক ব্যক্তি।

ফেনী জেলা সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা জানান, দগ্ধ শিশুটি রোববার দুপুর থেকে হাসপতালে চিকিৎসাধীন রয়েছে। তার পিঠসহ শরীরের নিম্নাংশ ঝলসে গেছে।

“দগ্ধ ক্ষতস্থানে পচন ধরেছে।”