হাতিয়ায় অস্ত্রসহ ৩ ‘জলদস্যু’ আটক

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ‘জলদস্যুকে’ আটক করেছে র‌্যাব।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2017, 10:11 AM
Updated : 11 July 2017, 10:12 AM

হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে মঙ্গলবার নোয়াখালী সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে জানান র‌্যাব ১১ এর মেজর আশিক বিল্লাহ।

এরা হলেন জলদস্যু কালাম বাহিনীর কমান্ডার মো. রাসেল উদ্দিন (২৫), আলাউদ্দীন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বাহার উদ্দীন (৪০) ও আবুল হোসেন (৩০)।

এদের বিরুদ্ধে হাতিয়া, চট্টগ্রামের পাঁচলাইশ ও হালিশহর থানায় অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও মারামারিসহ বিভিন্ন অপরাধে আটটি মামলা রয়েছে বলে জানান তিনি।

এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি ও পাঁচটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

মেজর আশিক বলেন, জলদস্যুদের অবস্থান সম্পর্কে জানতে পেরে সোমবার রাত ৩ টার দিকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন জলদস্যুকে আটক করে।

গত ৫ জুলাই চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে বাহিনী প্রধান আবুল কালামকে আটক করা হয় বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

তাছাড়া ১৩ জুন হাতিয়ায় কালাম বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে তার পাঁচ সহযোগীকে সাতটি আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয় বলেও জানান তিনি।